Untitled Document

নির্ণয় - একটি বিশেষ দক্ষতায় দিক্ষীত কাউন্সেলিং, প্রশিক্ষন এবং গবেষনা গৃহ যার উদ্দেশ্য হলো- বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য বিষয়টি জনপ্রিয় করা, সেবা প্রদান করা ও মানসিক স্বাস্থ্য সমস্যায় জর্জরিত জনগোষ্ঠীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সহায়তা প্রদান করা। এটি বিভিন্ন্ন ব্যক্তি ও জনগোষ্ঠী (যেমন, এসিড/পারিবারিক নির্যাতনের শিকার, মাদকাসক্ত, কিশোর- কিশোরী, পাচার ও যৌন নির্যাতনের শিকার/ঝুঁকিপূর্ণ নারী ও শিশু, গৃহ পরিচারিকা, নারী পোশাক শ্রমিক প্রভৃতি) এর চাহিদা অনুযায়ী সেবা প্রদানের উদ্দেশে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

নির্ণয় - বিভিন্ন পেশাদার জনগোষ্ঠী (যেমন, স্বাস্থ্যকর্মী, প্যারামেডিক, এনজিও কর্মী, বিদ্যালয় শিক্ষক, মনোবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখায় স্নাতক শিক্ষার্থী) এবং অন্যান্য আগ্রহী জনগোষ্ঠীকে কাউনেসলিং সেবায় দক্ষ করে গড়ে তোলার ও ব্যক্তি গতভাবে উপকৃত হওয়ার লক্ষ্যে প্রশিক্ষন প্রদান করে থাকে। প্রশিক্ষন কর্মসূচীর মধ্যে আরও যা রয়েছে তা হলো - স্বাস্থ্য, জেন্ডার, প্রজনন অধিকার, নারী শ্রম, মানবাধিকার, সুশাসন ও ন্যায় বিচার ইত্যাদী বিষয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক পলিসি তৈরী ও মুল্যায়ন ইত্যাদী।

এছাড়াও নির্ণয় - বিভিন্ন ব্যক্তি ও জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য সমস্যা নির্ণয়ের, নিরাময়ের ও মনোবৈজ্ঞানিক পরিমাপক তৈরী ও অভিযোজনের লক্ষ্যে মনো-সামাজিক বিষয়ের উপর গবেষনা করার লক্ষ্যে নিয়োজিত।

নির্ণয় এর মুল মন্ত্র হলো মানসিক স্বাস্থ্য সমস্যা, মনো-সামাজিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও জনগোষ্ঠীকে

  • চাহিদা অনুযায়ী সেবা প্রদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।
  • ব্যক্তি জীবনের বাইরেও বিশেষ করে কর্মক্ষেত্রে দক্ষতার সাথে টিকে থাকার কৌশল আয়ত্তে সহায়তা করা।
  • স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে উপযুক্ত পলিসি প্রনয়নে এ্যাডভোকেসী করা।
নির্ণয় একটি অত্যন্ত নিবেদিত্প্রান ও অভিজ্ঞ ৪ সদস্য বিশিষ্ট “উপদেষ্টা প্যানেলের” নির্দেশনায় পরিচালিত হয়।

Untitled Document
© All rights reserved
House 34, Road 9A, Dhanmondi, Dhaka-1209, Bangladesh
Phone: +8801715012248, Email: info@nirnoy-counseling-tr-bd.org